News71.com
 Sports
 07 May 23, 11:36 AM
 131           
 0
 07 May 23, 11:36 AM

টানা ছয় ম্যাচ হেরে অবশেষে চেলসির জয় দেখলেন ল্যাম্পার্ড ।।

টানা ছয় ম্যাচ হেরে অবশেষে চেলসির জয় দেখলেন ল্যাম্পার্ড ।।

স্পোর্টস ডেস্কঃ ব্যর্থতার বৃত্তবন্দী চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার পর দলটিকে কক্ষপথে ফেরানো তো দূরের কথা, একের পর এক ম্যাচ হেরেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দ্বিতীয় দফা দলটির দায়িত্বনেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে টানা ৬ ম্যাচ হারার পর প্রথম জয়ের দেখা পেলেন তিনি। তাতে স্বস্তির বাতাস বইছে স্টামফোর্ড ব্রিজের দলটিতে।শনিবার (৬ মে) প্রিমিয়ার লিগের খেলায় বোর্নমাউথের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে চেলসি। চেলসির পক্ষে গোল করেন কনর গ্যালাঘার, বেনোয়া বাদিয়াশিলা ও জোয়াও ফেলিক্স। বোর্নমাউথের হয়ে ব্যবধান কমান ম্যাথিয়াস ভিনা।

 

টানা ব্যর্থতার প্রেক্ষিতে গত মাসের শুরুতে গ্রাহাম পটারকে বরখাস্ত করে মৌসুমের তৃতীয় কোচ হিসেবে ল্যাম্পার্ডকে কোচের দায়িত্ব দেয় চেলসি। প্রায় দুই বছর পর ক্লাবটিতে দ্বিতীয় দফায় কোচ হিসেবে ফিরেন ক্লাবের এই কিংবদন্তি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন