News71.com
 Sports
 08 May 23, 11:49 AM
 142           
 0
 08 May 23, 11:49 AM

থোয়াকে হারিয়ে শিরোপার আরও কাছে পিএসজি ।।

থোয়াকে হারিয়ে শিরোপার আরও কাছে পিএসজি ।।

স্পোর্টস ডেস্কঃ ফরাসি লিগ ওয়ানে রোববার (৭ মে) ত্রয়ার বিপক্ষে ৩-১ গোলে সহজ জয় পেয়েছে পিএসজি। এই জয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল ফরাসি জায়ান্টরা। লিগে গত ম্যাচে লরিয়েঁর বিপক্ষে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পিএসজি। থোয়ার মাঠে পিএসজি কোনো রকম পাত্তাই দেয়নি স্বাগতিকদের। ম্যাচের অষ্টম মিনিটেই কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে দেন। ডি-বক্সের ভিতরে বল ক্রিয়ার করতে ব্যর্থ হয় থোয়ার ডিফেন্ডার। সে সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেন ফরাসি এই তারকা।

 

 

প্রথম হাফে আর কোনো গোল হয়নি। তবে আক্রমণ অনেক চালিয়েছে ভিতিনিয়া-রুইজরা। দ্বিতীয় হাফে আবারো গোল পায় পিএসজি। ম্যাচের ৫৯ মিনিটে ভেরাত্তির দারুণ ক্রসে হেড করে গোলের ব্যবধান দিগুণ করেন ভিতিনিয়া। তবে ম্যাচ শেষের সাত মিনিট আগে এক গোল শোধ দেন থোয়ার শাভালেরিন। তবে তার তিন মিনিট পরই অর্থাৎ ম্যাচের ৮৬ মিনিটে আবারো গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্যাবিয়ান রুইজ। রেনাতো সানচেসের ক্রসে এমবাপ্পের হেড কোনোমতে ফিরিয়ে দেন থোয়ার গোলরক্ষক। তবে কাছে থাকা রুইজ ফিরতি বলে নেন বুলেট গতির শট। তাতেই পিএসজির জয় নিশ্চিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন