News71.com
 Sports
 09 May 23, 09:32 AM
 145           
 0
 09 May 23, 09:32 AM

সহজ ম্যাচ কঠিন করে জিতল কলকাতা ।।

সহজ ম্যাচ কঠিন করে জিতল কলকাতা ।।

স্পোর্টস ডেস্কঃ  আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গেল এবারের আইপিএলে। সোমবার (৮ মে) দিনের একমাত্র ম্যাচে পাঞ্জাব কিংসকে শেষ বলে হারিয়েছে কলকাতা। যেখানে একসময় ভাবা হচ্ছিল ম্যাচটি খুব সহজেই জিতে যাবে কেকেআর। সেখানে ম্যাচটি গড়ায় শেষ বল পর্যন্ত। এবারের আইপিএল আসরের ৫৩তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শুরু থেকেই দাপিয়ে খেলছিল পাঞ্জাবের দুই ওপেনার শিখর ধাওয়ান ও প্রভসিমরন সিং। তবে দলীয় ২১ রানে কাটা পড়েন প্রভসিমরন।

 

এর পরের দুই উইকেটের জুটি বেশিদূর এগোয়নি। রাজাপক্ষে রানের খাতা খুতেই পারেননি। আর লিভিংস্টোন ভালো শুরু পেলেও মাত্র ১৫ রানেই আউট হয়ে যান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে টানতে থাকেন অধিনায়ক ধাওয়ান। জিতেশ শর্মা, রিশি ধাওয়ানের সঙ্গে ছোট ছোট জুটি করে গড়েন নিজের অর্ধশতক। ৫৭ রানে আউট হন পাঞ্জাব অধিনায়ক। শেষদিকে শাহরুখ খানের ৮ বলে ২১ ও হরপ্রীত ব্রার ৯ বলে ১৭ রানের তাণ্ডবে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় পাঞ্জাব কিংস। কলকাতার হয়ে ৩ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন