News71.com
 Sports
 10 May 23, 07:03 PM
 159           
 0
 10 May 23, 07:03 PM

ওয়ানডে বিশ্বকাপের ৮ দল চূড়ান্ত ।।

ওয়ানডে বিশ্বকাপের ৮ দল চূড়ান্ত ।।

স্পোর্টস ডেস্কঃ চূড়ান্ত হলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ৮ দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে আয়ারল্যান্ড। তাতে অষ্টম দল হিসেবে সরাসরি খেলার টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে অংশ নেবে মোট ১০ দল। ইতোমধ্যে ৮ দল নিশ্চিত হওয়ায় বাকি দুই দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূলপর্বে আসবে। আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ। বাছাইপর্ব খেলবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ওমান, নেপাল, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। এখান থেকে দুই দল যুক্ত হবে মূলপর্বের ৮ দলের সঙ্গে। 

 

২০২৩ বিশ্বকাপ খেলার লক্ষ্যে একটি অলিখিত লড়াই চলছিল আয়রল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। যেই খেলার গুটি ছিল বাংলাদেশের হাতে। তবে বাংলাদেশের পরিবর্তে ভাগ্যের আসনে বসে পড়ে প্রকৃতি। বৃষ্টির বাগড়ায় আয়ারল্যান্ডের সরাসরি খেলার সুযোগ ভেসে যায়। আর ভাগ্য খুলে যায় প্রোটিয়াদের।  বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ওয়ানডে সুপার লিগে আইরিশদের পয়েন্ট ছিল ৬৮। আর দক্ষিণ আফ্রিকার ছিল ২১ ম্যাচে ৯৮। বাংলাদেশকে এই সিরিজে ৩-০ তে হারাতে পারলেই ৩০ পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের সঙ্গে পয়েন্ট সমতায় ফিরত আয়ারল্যান্ড। এমন পরিস্থিতে নেট রানে এগিয়ে থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ থাকত আইরিশদের সামনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন