News71.com
 Sports
 11 May 23, 10:07 AM
 70           
 0
 11 May 23, 10:07 AM

বার্সা ছাড়ছেন বুসকেতস।। যা বললেন মেসি

বার্সা ছাড়ছেন বুসকেতস।। যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক: গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। পারফরম্যান্সে নেই আগের সেই দ্যুতি, বয়সের ছাপও স্পষ্ট। গুঞ্জনকে সত্যি করে এই মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ছেন সের্হিও বুসকেতস। এক ভিডিও বার্তায় তা নিশ্চিত করেছে বার্সা৷ সাবের সতীর্থের বিদায়ে আবেগতাড়িত লিওনেল মেসি।  ইনস্টাগ্রামে বুসকেতসকে নিয়ে পিএসজি ফরোয়ার্ড লেখেন, 'মাঠে সবসময় তুমি পাঁচ নম্বর জার্সি পরে খেলেছ, কিন্তু বাস্তবে একজন খেলোয়াড় ও একজন ব্যক্তি হিসেবে তুমি দশে দশ। নতুন অধ্যায়ের জন্য তোমাকে ও তোমার পরিবারকে জানাই শুভকামনা। মাঠ ও মাঠের বাইরে যা করেছ তার জন্য ধন্যবাদ। অনেকগুলো মুহূর্ত আমরা একসঙ্গে কাটিয়েছি। তাতে কিছু ভালো, আবার কিছু জটিল সময়ও ছিল। সেগুলো চিরকাল স্মৃতিতে থাকবে।'

 

২০০৫ সালে বার্সেলোনা যুব দলে যোগ দেন বুসকেতস। এরপর খেলেন বার্সার ‘বি’ দলে। বার্সার মূল দলে বুসকেটতসের অভিষেক হয় ২০০৮ সালে। এরপর থেকেই বার্সা স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন তিনি। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৭১৯ ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বার্সার জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লিওনেল মেসি ও জাভি হার্নান্দেজ। মেসি চলে যাওয়ার ক্লাবটির অধিনায়কত্ব পান বুসকেতস। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন