News71.com
 Sports
 13 May 23, 02:29 PM
 89           
 0
 13 May 23, 02:29 PM

নিজস্ব টিভি চ্যানেল চালুর পরিকল্পনা বিসিবির ।।

নিজস্ব টিভি চ্যানেল চালুর পরিকল্পনা বিসিবির ।।

স্পোর্টস ডেস্কঃ বিদেশের মাটিতে খেলা হলে সম্প্রচার স্বত্ব নিয়ে আগ্রহ থাকে না দেশের টিভি চ্যানেলগুলোর। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বারবার এমন পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে হয়, এজন্য বোর্ড নিজস্ব টিভি চ্যানেল চালুর পরিকল্পনা করছে বলে জানান তিনি।

 

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। অথচ দেশের টিভি চ্যানেলগুলো ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিয়ে। দেশের খেলা নিয়ে খুব একটা আগ্রহ নেই তাদের মধ্যে। শেষ পর্যন্ত বাংলাদেশি সমর্থকদের জন্য খেলা দেখার ব্যবস্থা করেছে আইসিসি। এ দিকে দ্বিতীয় ওয়ানডে থেকে বিসিবিও ইউটিউবে খেলা দেখানোর ব্যবস্থা করে। এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিদেশে খেলা হলে কোন চ্যানেলে দেখাবে সেটি হোস্টের ওপর নির্ভর করে। আমাদের কিছু করার থাকে না। আমরা চাই আমাদের দেশে দেখাক। এটা দেখানোর জন্য কতগুলো শর্ত আছে। এর মধ্যে একটা কাউকে তো অবশ্যই পে করতে হবে (সম্প্রচার স্বত্ব কিনতে হবে)। এখন কেউ যদি পে না করে, তাহলে তো কিছু করার নেই। ইউটিউবে আমরা একটা ব্যবস্থা করেছি। আজকে থেকে দেখা যাবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন