News71.com
 Sports
 13 May 23, 11:48 PM
 137           
 0
 13 May 23, 11:48 PM

আমি বর্তমানে থাকতেই পছন্দ করি।।আফিফ

আমি বর্তমানে থাকতেই পছন্দ করি।।আফিফ

স্পোর্টস ডেস্ক: আফিফ হোসেন ধ্রুব এমনিতেই মৃদুভাষী। সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না। বললেও তার জবাব থাকে ছোট ছোট। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে আবাহনী। এরপর আফিফ কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।  কয়েকদিন আগে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে স্পষ্ট করেই জানিয়েছিলেন, পারফরম্যান্সের কারণেই সেটি। জাতীয় দলে সাধারণত ছয়-সাতে ব্যাট করা আফিফ উপরে ব্যাটিং করতে চান, এটিও শোনা যাচ্ছিল। ডিপিএলে আবাহনীর হয়ে উপরে ব্যাট করে সফল হয়েছেন তিনি। 

 

এবারই লিস্ট-এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষদিনে শেখ জামালের বিপক্ষে অঘোষিত ফাইনালেও পাঁচ নম্বরে খেলতে নেমে আফিফ ৫৩ বলে ৬০ রানের ইনিংস খেলে থেকেছেন অপরাজিত। এরপর তার কাছে প্রশ্ন ছিল, জাতীয় দল থেকে বাদ পড়ার পর এটি কি তার জন্য প্রমাণের লড়াইও ছিল? আফিফ বলেন, ‘আমি আসলে এত বেশি চিন্তা করতে পছন্দ করি না। আমি শুধু আমার খেলাটা খেলতে এসেছি। চিন্তা করেছি যেন ভালো খেলতে পারি। অবশ্যই ভালো খেলতে পেরেছি। দল চ্যাম্পিয়ন হয়েছে। আমার অবদান ছিল, খুশি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন