স্পোর্টস ডেস্কঃ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল কলকাতার কাছে। চেন্নাইয়ের বিপক্ষে সেই ম্যাচ হেসেখেলে জিতেছে কেকেআর। রোববার (১৪ মে) ধোনির চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। কনওয়ে, দুবে ও জাদেজার ব্যাটে চড়ে ১৪৪ রানের মামুলি সংগ্রহ পায় সিএসকে। শিবম দুবে ৪৮ ও ডেভন কনওয়ে করে ৩০ রান। মূলত কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ পায়নি চেন্নাই। কলকাতার হয়ে দুইটি করে উইকেট পান বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন।
জবাবে এই সামান্য টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মহাবিপদে পড়ে কলকাতা। ৩৩ রানে ৩ উইকেট হারায় তারা। তবে সেখান থেকে দলের হাল ধরেন নিতীশ রানা ও রিংকু সিং। রিংকু ৪৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করে আউট হলেও অধিনায়ক নিতীশ ৪৪ বলে ৫৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৬টি চার ও ১টি ছক্কা মারা কলকাতা অধিনায়কের বাউন্ডারিতেই জয়সূচক রানটি পেয়েছে কলকাতা।