স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরেও ধারাবাহিকতা ধরে রেখেছে গুজরাট টাইটান্স। সোমবার (১৫ মে) রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে সবার আগে শেষ চারে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর হেরে প্লে-অফের স্বপ্নে ইতি টানল হায়দরাবাদ।ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে জ্বলে উঠে গুজরাট টাইটান্স। শুভমন গিলের আগুনে সেঞ্চুরি, সাই সুদর্শনের নির্ভরযোগ্য ব্যাটিং, বল হাতে মোহাম্মদ শামি ও মোহিত শর্মাদের বিস্ফোরণ- সব মিলিয়ে দারুণ এক জয় তুলে নেয় টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দলটি।
এই জয়ের বড় কৃতিত্ব তরুণ ওপেনার শুভমন গিলের। আইপিএল ক্যারিয়ারে এর আগে দু’বার ৯০-র ঘর পর্যন্ত পৌঁছেছিলেন। অপেক্ষা ছিল সেঞ্চুরির। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। হায়দরাবাদের বিপক্ষে তার সেঞ্চুরির সৌজন্যেই বোর্ডে বড় রান তোলে গুজরাট টাইটান্স। ১ ছক্কা ও ১৩ চারে ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। আইপিএলে এটাই প্রথম সেঞ্চুরি গিলের। গুজরাটের কোনো খেলোয়াড়েরও আইপিএলে এটাই প্রথম সেঞ্চুরি।