স্পোর্টস ডেস্ক: টিম ইন্ডিয়া যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত, তখন নতুন রূপে হাজির মহেন্দ্র সিংহ ধোনি। জিম্বাবুয়ে সফর শেষে ক্যাপ্টেন কুল আশঙ্কা করেছিলেন, মেয়ে তাকে বোধহয় আর চিনতে পারবে না।
কিন্তু গতকাল শুক্রবার মেয়ে জিভার সঙ্গে নিজের যে ছবি ধোনি পোস্ট করলেন, তারপর তাকে তার ভক্তকুল চিনে উঠতে পারবে কি না সেটা সন্দেহ হয়ে যায়। মুখের পুরোটাই দাড়ি-গোঁফে ঢাকা তার। চোখে আবার কালো চশমা পরেছেন তিনি।
জিম্বাবুয়ে সফর শেষে ভারতের সীমিত ওভারের অধিনায়ক তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের আগ পর্যন্ত ক্রিকেট থেকে দূরে থাকবেন তিনি। আর এই সময়টাই পরিবারের সঙ্গে উপভোগ করছেন তিনি।