News71.com
 Sports
 16 Jul 16, 12:59 PM
 736           
 0
 16 Jul 16, 12:59 PM

সেনা অভ্যুত্থানের কারনে ক্লাবের সাথে তুরস্কে যাচ্ছেন না খ্যাতিমান ফুটবলার মেসি  

সেনা অভ্যুত্থানের কারনে ক্লাবের সাথে তুরস্কে যাচ্ছেন না খ্যাতিমান ফুটবলার মেসি   

স্পোর্টস ডেস্ক: তুরস্কে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টার ফলে তুরস্কে সফর করছেন না বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও আন্দ্রিস ইনিয়েস্তা। বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। জানা গেছে, বার্সেলোনার সাবেক ফুটবলার স্যামুয়েল ইতোর আয়োজনে আজ শনিবার একটি চ্যারিটি ম্যাচ খেলতে তুরস্ক সফরের কথা ছিল তাদের। কিন্তু তুরস্কে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টার ফলে সেখানকার আয়োজিত ম্যাচটি হুমকির মুখে পড়েছে। এজন্য মেসি তুরস্কের ফ্লাইট বাতিল করেছেন।

বার্সার নিজস্ব টুইটারে বলেছে, ১০ নম্বর জার্সির মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তারা তুর্কিতে এই মুহূর্তে অবস্থান করছে না। এফসি বার্সেলোনার ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা ও লিও মেসিদের ইতোর আয়োজনে একটি প্রীতি ম্যাচ খেলতে তুরস্কে যাওয়ার কথা ছিল। তবে তারা এখন স্পেনেই রয়েছে।

সেখানে আরো বলা হয়, বার্সা ফুটবলার আরদা তুরান, সাবেক কার্লোস পুয়েল, ডেকো ও এরিক আবিদাল ও সাবেক ডিরেক্টর আলেহান্দ্র এচেভারিয়া তুর্কিতে রয়েছে। তবে তারা বিপদজ্জনক অঞ্চল থেকে দূরে রয়েছে। আর তাদের সঙ্গে ক্লাবের যোগাযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন