স্পোর্টস ডেস্কঃ ব্যাক টু ব্যাক আইপিএলের ফাইনাল খেলছে গুজরাট টাইটান্স। গত বছর প্রথমবারের মতো ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হয় হার্দিক পান্ডিয়ার দলটি। এবার ট্রফি ধরে রাখার লক্ষ্য। এ দিকে আইপিএলের ইতিহাসে দশম ফাইনালে চেন্নাই সুপার কিংস। লক্ষ্য পঞ্চম শিরোপা অর্জন। রোববার (২৮ মে) রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাইয়ের পরে তৃতীয় দল হিসেবে টানা দুই শিরোপা জয়ের সুযোগ এসেছে গুজরাটের সামনে।
আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে ১৪ বারের অংশগ্রহণে দশম বারের মতো ফাইনালে উঠেছে তারা। চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার। এটিই হতে পারে চেন্নাই অধিনায়ক ধোনির শেষ আইপিএল। তবে তার আগে আরও একবার শিরোপায় হাত রাখবেন কি-না, সেটি জানা যাবে আজই। এ দিকে আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে মুম্বাই ও চেন্নাই। এবার সুযোগ এসেছে হার্দিক পান্ডিয়ার সামনে। ব্যাটে-বলে এবারের আসরে দারুণ পারফর্ম করছেন গুজরাটের খেলোয়াড়রা।