স্পোর্টস ডেস্কঃ ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর প্রদানের দিনক্ষণ চূড়ান্ত করেছে আয়োজক ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।শুক্রবার (৯ জুন) সামাজিক মাধ্যমে ‘ফ্রান্স ফুটবল’ জানিয়েছে আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান।তার আগে ৬ সেপ্টেম্বর মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করবে তারা। যেখানে পুরুষ বিভাগে বর্ষসেরার নির্বাচনের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। যাদের মধ্যে একজনের হাতে উঠবে ২০২৩ সালের ব্যালন ডি’অর।
গোল ডট কমের মতে, এখন পর্যন্ত এ দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফিফা বিশ্বকাপ জয়, লিগ ওয়ানে পিএসজির হয়ে শিরোপা জয়ের পাশাপাশি মৌসুমে ৩৭ গোল ২৫ অ্যাসিস্ট করে ব্যালন ডি’অরের জোর দাবিদার তিনি।