News71.com
 Sports
 21 Jun 23, 02:00 PM
 207           
 0
 21 Jun 23, 02:00 PM

২০০তম ম্যাচে পর্তুগালকে জেতালেন রোনালদো ।।

২০০তম ম্যাচে পর্তুগালকে জেতালেন রোনালদো ।।

স্পোর্টস ডেস্কঃ  ইউরো বাছাইয়ে মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাতে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এটি ছিল জাতীয় দলের জার্সিতে রোনালদোর ২০০তম ম্যাচ। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম ফুটবলার হিসেবে ২০০ ছোঁয়ার রাতে নিজেই দলকে জেতালেন তিনি। রোনালদোর একমাত্র গোলে পর্তুগাল জিতেছে ১-০ ব্যবধানে। আইসল্যান্ডের মাঠে খেলতে নেমেই রেকর্ড গড়েন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে তিনি খেলেন ২০০ ম্যাচ।

 

 চলতি বছর ইউরো বাছাই পর্বে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচ দিয়ে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন রোনালদো। সেটি ছিল তার ১৯৭তম ম্যাচ। রোনালদোর আগে রেকর্ডটি ছিল কুয়েতের বদর আল মুতাওয়ার দখলে। মুতাওয়া খেলেছেন ১৯৬ ম্যাচ। ২০০ ম্যাচের মাইলফক ছোঁয়ার রাতে শুরু থেকে আইসল্যান্ডকে চাপে রেখেছিল পর্তুগাল। প্রায় সব দিক দিয়েই আধিপত্য বিস্তার করেছে রোনালদো বাহিনী। অবশ্য আইসল্যান্ডও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। কেবল জালের দেখাটাই পায়নি তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন