News71.com
 Sports
 22 Jun 23, 09:03 AM
 186           
 0
 22 Jun 23, 09:03 AM

এটাই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল ।। মিরাজ

এটাই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল ।। মিরাজ

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তবে জুলাইয়েই মাঠে গড়াবে আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। সে সিরিজ সামনে রেখে সাদা বলে অনুশীলন শুরু করেছে টাইগাররা। ঈদের আগে তিন দিনের ক্যাম্পে বুধবার (২১ জুন) প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেখানে নানান কথার ফাঁকেই উঠে এসেছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গও। 

 

ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে টাইগারদের প্রস্তুতি নিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুল্লিলাহ। আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে শুরু করব এমন না। আমাদের প্রস্তুতি সেই অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেভাবেই আমরা পরিকল্পনা করছি ও খেলছি। তার ভেতর হয়তো টেস্ট ম্যাচ ছিল। শেষ করলাম। সামনে কোনো টেস্ট ম্যাচ নাই, এখন ওয়ানডে নিয়ে চিন্তা ভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নাই। ওভার অল যেভাবে প্র্যাকটিস করছি, ভালো প্র্যাকটিস করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন