স্পোর্টস ডেস্কঃ এক যুগ ধরে শিরোপার ছোঁয়া পায়নি ভারত। তবে পরপর দুই বিশ্বকাপ জেতা কিংবদন্তি ক্লাইভ লয়েড বলেছেন, শিগগিরই শিরোপা জিতবে ভারত। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসতে যাচ্ছে ভারতে। নিজেদের মাটিতে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরের আগে আলোচনায় এসেছে রোহিত শর্মাদের শিরোপা-খরা। গুঞ্জন উঠেছে, সফল হতে না পারা রোহিতকে সাদা পোশাকের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ারও।
বিষয়টি নিয়ে ইতিবাচক কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপ জেতা ক্লাইভ লয়েড। ভারতীয় মাধ্যম রেভস্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ভারত তো ব্যর্থ না। তারা শিরোপার কাছাকাছি যাচ্ছে। নিয়মিত ফাইনাল বা সেমিফাইনাল খেলছে। আশা করছি শিগগিরই শিরোপা জিতবে ভারত।’