News71.com
 Sports
 07 Jul 23, 07:58 PM
 264           
 0
 07 Jul 23, 07:58 PM

প্রধানমন্ত্রীর অনুরোধে মাঠে ফিরবেন তামিম ।।

প্রধানমন্ত্রীর অনুরোধে মাঠে ফিরবেন তামিম ।।

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। অনেকটা অভিমানের বশে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল আবার মাঠে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে। শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে মন গলেছে তামিমের। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তামিম অবসর ভাঙলেও এখনই ফিরছেন না মাঠে। তিনি দেড় মাসের বিশ্রামে মানসিক বিশ্রামে থাকবেন। ফিরবেন এশিয়া কাপে।

 

গণভবন থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যিনি সবচেয়ে বড় ব্যক্তি, তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফী ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফী ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন