স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে বড় রান তাড়া করে জেতা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এবার তিন শতাধিক রান তাড়া করতে গিয়ে ১৪২ রানের বড় হার দেখেছে। দেশের মাটিতে টানা দুই হারে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ।সাম্প্রতিক বছরগুলোতে ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে দারুণ পারফর্ম করা দলের এমন পারফরম্যান্সে অবশ্য চিন্তিত নন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এক সিরিজ হারেই বাংলাদেশ খারাপ দল হয়ে যায়নি বলে তিনি মনে করেন।
দ্বিতীয় ওয়ানডেতেও হাসমতউল্লাহ শহিদীর দলের কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এদিন আফগানদের বোলিংয়ের সামনে টাইগার ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০০ রানও করতে পারেনি তারা। এমনকি ম্যাচের একপর্যায়ে বাংলাদেশের ১০০ রানের নিচেই অলআউট হয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। সেখান থেকে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে ১৮৯ রান করে টাইগাররা।