স্পোর্টস ডেস্কঃ ২০১৪ সালের পর আর ইংল্যান্ডের হয়ে জাতীয় দলের জার্সি গায়ে দেয়া যায়নি মাইকেল কারবেরিকে। গতকাল তার শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে। খবরটি নিশ্চিত করেছে কারবেরির কাউন্টি দল হ্যাম্পাশায়ার।
সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ওয়াউইকশায়ারের বিপক্ষে ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কারবেরি। সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা-নিরীক্ষা করতে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার শরীরে ক্যান্সারের জীবাণুবাহী টিউমার শনাক্ত করা হয়। তবে তার অবস্থা এখন কোন পর্যায়ে আছে, সে বিষয়ে কিছু জানাননি চিকিৎসকরা। আরও পরীক্ষার পর তার চিকিৎসা শুরু করা হবে বলে জানিয়েছে তারা।
কারবেরির এ অবস্থায় তাকে পরিবারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগেও অসুস্থ হয়ে মাঠ ছেড়েছিলেন কারবেরি। ফুসফুসের রক্তক্ষরণের কারণে ২০১০ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিভিন্ন প্রোগ্রাম ও ২০১১ কাউন্টি ক্রিকেটের পুরো মৌসুম খেলতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
৩৫ বছর বয়সী কারবেরি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এ পর্যন্ত খেলেছেন ৬টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ১টি টোয়েন্টি ম্যাচ। শেষ ম্যাচ টি খেলেছেন ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।