News71.com
 Sports
 14 Aug 23, 02:00 PM
 198           
 0
 14 Aug 23, 02:00 PM

এবার ক্রিকেট মাঠেও দেখা যাবে লাল কার্ড

এবার ক্রিকেট মাঠেও দেখা যাবে লাল কার্ড

স্পোর্টস ডেস্কঃ এবার ক্রিকেট মাঠে দেখা যাবে লাল কার্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মন্থর ওভার রেটের শাস্তি হিসেবে মাঠ থেকে বের করে দেওয়া হবে একজন ফিল্ডারকে। মন্থর ওভাররেট সামাল দিতে এবারের সিপিএলে কড়া শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সেটিরই অংশ একজনকে মাঠ থেকে বের করে দেওয়া।ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গ্লেন ম্যাকগ্রা ‘আন্ডার আর্ম’ ডেলিভারি করার পর তাকে লাল কার্ড দেখিয়েছিলেন আম্পায়ার বিলি বাউডেন। সেসব ছিল মজা। টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ইনিংসের জন্য বরাদ্দ ৮৫ মিনিট। সিপিএল কর্তৃপক্ষ শনিবার বিবৃতিতে জানায়, এবার খুব নিবিড়ভাবে অনুসরণ করা হবে ঠিক সময়ে ইনিংস শেষ করার ব্যাপারটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন