স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গত ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন। এবার সেটা না হলেও জ্যামাইকা তালাওয়াসের জয়ে বড় অবদান রাখলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশি ক্রিকেটারের অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্রিস গেইলের দল।
গত ম্যাচে অর্ধ শতক হাঁকানো সাকিব সেন্ট কিটসের বিপক্ষে ব্যাট হাতে হার না মানা ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ১৭ বলের এই ইনিংসে ছিল ৫ চারের পাশাপাশি একটা ছক্কার মার। পরে বল হাতেও সফল সাকিব। ২ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
বাংলাদেশ সময় রবিবার ভোরে কিংস্টনের সাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে গেইলের জ্যামাইকা। জবাবে ১৫.৫ ওভারে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় সেন্ট কিটসের ইনিংস। সর্বোচ্চ ২৩ রান করেন জোনাথন কার্টার। জ্যামাইকার পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
ছয় ম্যাচে এটা জ্যামাইকার চতুর্থ জয়। ৯ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।