News71.com
 Sports
 27 Sep 23, 09:05 PM
 175           
 0
 27 Sep 23, 09:05 PM

ক্রিকেটঃ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে আট নতুন মুখ

ক্রিকেটঃ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে আট নতুন মুখ

 

 

স্পোর্টস ডেস্কঃ আগামী ৫ অক্টোবর থেকে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসছে ভারতে। অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে বাংলাদেশই সবার শেষে দল ঘোষণা করেছে। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা ৯ জনই নেই এবারের বিশ্বকাপে।বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে আটজনেরই এটি প্রথম বিশ্বকাপ।এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আট বাংলাদেশি। যাদের মধ্যে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। এদের মধ্যে হৃদয়, তামিম ও সাকিবের ওয়ানডে অভিষেক হয়েছে চলতি বছরই। তামিম ও সাকিব তো কেবল এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছেন। তামিম পাঁচ ম্যাচ ও সাকিব খেলেছেন দুটি ওয়ানডেতে। এ দুজন ছাড়া বাকি ছয়জন অবশ্য যার যার জায়গায় প্রমাণ করেছেন নিজেদের। তাসকিন, মোস্তাফিজের সঙ্গে হাসান ও শরিফুল মিলে গড়া বাংলাদেশের পেস ইউনিট এখন সময়ের অন্যতম সেরা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন