News71.com
 Sports
 28 Sep 23, 10:39 PM
 134           
 0
 28 Sep 23, 10:39 PM

হকিতে সিঙ্গাপুরকে ৭-৩ গোলে হারাল বাংলাদেশ॥

হকিতে সিঙ্গাপুরকে ৭-৩ গোলে হারাল বাংলাদেশ॥

 

 

স্পোর্টস ডেস্কঃ ১৯তম এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে সিঙ্গাপুরকে ৭-৩ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছেন রাসেল মাহমুদ জিমিরা। এশিয়ান গেমসে নিজেদের প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছিলেন হকি দল। চীনের হ্যাংঝু গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আক্রমণ চালিয়েছেন পুস্কর-আশরাফুলরা। তাতে ৭ মিনিটেই দলকে লিড এনে দেন পুষ্কর। ২৩ মিনিটে ব্যবধান বাড়ান মিলন হোসেন। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফের গোল হজম করে সিঙ্গাপুর। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন আশরাফুল।

 

২ মিনিট পরেই অবশ্য গোলের দেখা পায় সিঙ্গাপুর। ৩৮ মিনিটে সিঙ্গাপুরের হয়ে ব্যবধান কমান হরিরাজ নাইডু। এক মিনিট পরেই সিঙ্গাপুরকে দ্বিতীয় গোল এনে দেন কেন্ট লু। এতে ৩-২ ব্যবধানে আসে ম্যাচ। তবে ৪৪ মিনিটে বাংলাদেশের চতুর্থ গোল করে সমতায় আনেন আরশাদ হোসেন। ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়ে সিঙ্গাপুরকে চেপে ধরে বাংলাদেশ। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ৫-২ গোলের ব্যবধান এনে দেন রাকিবুল হাসান। অবশ্য ৫১ মিনিটে আরও এক গোল শোধ করে সিঙ্গাপুর। দলের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন হরিরাজ। এরপর আর কোনো গোল শোধ দিতে পারেনি সিঙ্গাপুর। উল্টো পেনাল্টি কর্নার থেকে ৫৭ ও ৬০ মিনিটে সবুজের জোড়া গোলে ৭-৩ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন