News71.com
 Sports
 28 Sep 23, 10:45 PM
 150           
 0
 28 Sep 23, 10:45 PM

বিশ্বকাপের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব॥

বিশ্বকাপের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব॥

 

 

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে অংশ নিতে ভারতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। বিশ্বকাপ খেলতে যাওয়ার সময় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাকিব। এ দিন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সাকিব লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে আজ রওনা দিচ্ছি বিশ্বকাপ খেলতে। সঙ্গে আছে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। চেষ্টা থাকবে ভালো খেলার, বাংলাদেশের লাল-সবুজকে সবার উপরে তুলে ধরার। দোয়া করবেন। ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের। বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ অক্টোবর নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিবরা মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন