News71.com
 Sports
 30 Sep 23, 11:29 PM
 164           
 0
 30 Sep 23, 11:29 PM

ওয়ানডে বিশ্বকাপের মাসকটের নাম টঙ্ক ব্লেজ

ওয়ানডে বিশ্বকাপের মাসকটের নাম টঙ্ক ব্লেজ

 

 

স্পোর্টস ডেস্কঃ ৫ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। লিঙ্গ সমতা তুলে ধরতে ভারত বিশ্বকাপের জন্য দুটি মাসকট উন্মোচন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সংস্থাটির উন্মোচিত লাল পোশাক পরা মাসকটটি ছিল নারী আর নীল পোশাক পরিহিতটি ছিল পুরুষ। আগে না জানালেও আজ মাসকট দুটির নাম জানিয়েছে আইসিসি। ২৯ (সেপ্টেম্বর) ক্রিকেটপ্রেমীদের ভোটে পুরুষ মাসকটটির নাম টঙ্ক এবং নারীটির নাম ব্লেজ নির্বাচিত হয়েছে। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন