News71.com
 Sports
 03 Oct 23, 06:51 PM
 181           
 0
 03 Oct 23, 06:51 PM

ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউডের একঝাঁক তারকা॥

ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউডের একঝাঁক তারকা॥

 

 

 

স্পোর্টস ডেস্কঃ আগামী ৪ অক্টোবর হতে যাচ্ছে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন একঝাঁক তারকা। অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করবেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবান। সঙ্গে রয়েছেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। অনুষ্ঠান মাতাবেন রণবীর সিং এবং তামান্না ভাটিয়া।বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট দিয়েই মাঠে গিয়ে উপভোগ করা যাবে এ অনুষ্ঠান। অনুষ্ঠান সফলভাবে আয়োজনে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে চলছে জোর প্রস্তুতি। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ৫ অক্টোবর শুরু হবে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের মাঠের লড়াই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন