News71.com
 Sports
 08 Oct 23, 08:07 AM
 211           
 0
 08 Oct 23, 08:07 AM

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু॥

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু॥

 

 

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ বড় জয়ে শুরু করেছে বিশ্বকাপ মিশন। শনিবার ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বল করতে নামে বাংলাদেশ। দুই আফগান ওপেনার ভালো শুরু করলেও ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে ১৭ রানের মধ্যে ফিরে যান লিটন (১৩) ও তানজিদ তামিম (৫)। তিনে নামা মিরাজ ও চারে নামা শান্ত ৯৭ রানের জুটি দিয়ে ওই ধাক্কা কাটিয়ে ওঠেন। মিরাজ ৭৩ বলে পাঁচটি চারের শটে ৫৭ রান করে আউট হন। এরপর সাকিব ১৪ রান করে ফিরে যান। তাতে জয়ের পথ কঠিন হয়নি। শান্ত ৮৩ বলে তিনটি চার ও এক ছক্কায় ৫৯ রান করে ৯২ বল থাকলে দলকে জয় এনে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন