News71.com
 Sports
 15 Oct 23, 09:14 AM
 179           
 0
 15 Oct 23, 09:14 AM

ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল॥

ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল॥

 

 

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির মাঝে দৃষ্টিনন্দন গোল ও উদযাপনের মাধ্যমে পুরো বিষয়টিকে কাব্যিক করে তুললেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তারই গোলের কল্যাণে পর্তুগাল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে। আর এতে নিশ্চিত হলো ইউরোর মূল পর্বে পর্তুগালের টিকিট।শুক্রবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১টায় ইউরো বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও স্লোভাকিয়া। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে রোনালদোর দল পর্তুগাল। দলের পক্ষে জোড়া গোল করেন তিনি। এছাড়া একটি গোল করেন গনসালো রামোস। অপর দিকে স্লোভাকিয়ার পক্ষে গোল করেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন