News71.com
 Sports
 15 Oct 23, 09:19 AM
 158           
 0
 15 Oct 23, 09:19 AM

বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টানা আট জয়ের রেকর্ড ভারতের॥

বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টানা আট জয়ের রেকর্ড ভারতের॥

 

 

স্পোর্টস ডেস্কঃ অল্প রান তাড়ায় রোহিত শর্মার ঝড়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। পাকিস্তানের বিপক্ষে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে টানা আট জয়ের রেকর্ড গড়েছে ভারত। চলতি আসরে টানা তিন জয়ে শেষ চারের পথও অনেকটা এগিয়ে নিয়েছে। খরা কাটিয়ে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে শনিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

 

ব্যাট করতে নেমে পাকিস্তান অবশ্য ভালো শুরু পেয়েছিল। ওপেনার আব্দুল্লাহ শফিক (২০) ও ইমাম উল ৪১ রানের জুটি দেন। পরে ইমাম উল ফিরে যান ৩৬ রান করে। তৃতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের অধিনায়ক খেলেন ৫০ রানের ইনিংস। তিনি দলের ১৫৫ রানে আউট হন। তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে ৩৬ রান তুলতেই পরের সাত ব্যাটার সাজঘরে ফিরে যান। সৌদ শাকিল (৬), মোহাম্মদ ইফতিখার (৪) ও শাদাব খান (২) ব্যর্থ হন। ভরসা দেওয়া রিজওয়ান ফিরে যান ৪৯ রান করে। পাকিস্তান ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। 

 

জবাব দিতে নেমে ২৩ রানে প্রথম ধাক্কা খায় ভারত। ডেঙ্গু জ্বর থেকে উঠে মাঠে ফেরা শুভমন গিল ১৬ রান করে আউট হন। অন্য প্রান্তে রোহিত শর্মা ঝড়ো ব্যাটিং করলেও বিরাট কোহলি ফিরে যান ১৬ রান যোগ করে। তবে অধিনায়ক রোহিতই ম্যাচ ভারতের হাতে এনে দিয়ে আউট হন। তিনি খেলেন ৬৩ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস। ছয়টি করে চার ও ছক্কা মারেন ‘হিটম্যান’ খ্যাত এই ওপেনার। পরে শ্রেয়াস আয়ার ৫৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ৩১ ওভারেই জয় এনে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন