স্পোর্টস ডেস্কঃ তৃতীয় বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় জয় পেয়েছে আফগানিস্তান। ভারতের আসরে রোববার দিল্লিতে আফগানরা ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এই হারকে আফগান ক্রিকেটের সেরা বলে মন্তব্য করেছেন অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি। ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি খুব খুশি, সতীর্থরা সকলেই খুশি। এটা আমাদের সেরা জয়, এই জয়ের আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচেও থাকবে। আমি দলের জন্য খুবই গর্বিত।’ আফগানদের হয়ে ৫৭ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রহমানুল্লাহ গুরবাজ। তিনটি করে উইকেট নিয়েছেন মুজিব উর ও রশিদ খান। এছাড়া নাজিব জাদরানের জায়গায় খেলতে নেমে ফিফটি করেছেন ইকরাম আলী খিল। তাদের প্রশংসা করেছেন অধিনায়ক শাহিদি।