News71.com
 Sports
 17 Feb 16, 03:42 AM
 1100           
 0
 17 Feb 16, 03:42 AM

কর ফাঁকির গুরুতর অভিযোগ ।। ফুটবল তারকা নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত

কর ফাঁকির গুরুতর অভিযোগ ।। ফুটবল তারকা নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত

স্পোর্টস ডেস্ক : কর-ফাঁকির গুরুতর অভিযোগ৷ বিপাকে নেইমার৷ ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত কর ফাঁকি দেওয়ার অভিযোগে ব্রাজিলিয় ওয়ান্ডার কিডের ৫০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত৷
মাঠে দুরন্ত ফর্ম৷ পায়ে সাম্বার ইন্দ্রজাল৷ অথচ, মাঠের বাইরে চরম বিপাকে৷ এবার আয়কর কেলেঙ্কারিতে জড়াল ব্রাজিলিয় ওয়ান্ডার কিডের নাম৷ কর ফাঁকির অভিযোগে নেইমারের প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রাজিলের আয়কর দফতর৷ যার মধ্যে রয়েছে তাঁর ব্যক্তিগত জেট বিমান ও প্রমোদ তরণী৷ ওই জেটে করে ব্রাজিলে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক ম্যাচগুলি খেলতে যেতেন ব্রাজিলিয় সুপারস্টার৷
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রাজিলীয় সুপারস্টার খেলতেন স্যান্টোস ক্লাবে৷ অভিযোগ, সেইসময় তিনি ও তাঁর পরিবার ১৬ মিলিয়ন মার্কিন ডলার কর ফাঁকি দেন৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেন নেইমার স্বয়ং৷ গত সপ্তাহে সাওপাওলোর ফেডেরাল কোর্ট তাঁর আবেদন নাকচ করে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়৷ তারপরই, তাঁর প্রায় ৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷
ব্রাজিলের ফেডেরাল ট্যাক্স এজেন্সির অডিটর লাগারো মার্টিনো জানিয়েছেন, বকেয়া অর্থ চুকিয়ে দিলে নেইমারের হাজতবাসের কোনও সম্ভাবনা নেই৷ তবে, আপাতত আয়কর কেলেঙ্কারিতে রীতিমত বেসামাল ব্রাজিলিয় ফুটবলের পোস্টার বয়৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন