স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলির যখন ৯৭ রান, তখন ভারতের জিততে প্রয়োজন ছিল দুই রান। সেখান থেকেই ছক্কা মেরে বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়েছেন কোহলি। একইসঙ্গে করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি। ওয়ানডেতে সেঞ্চুরির দিক থেকে তার নাগাল সমান দূরত্বে রয়েছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
ওয়ানডেতে শচীন করেছেন ৪৯টি সেঞ্চুরি, সেটি ছুঁতে আরেকটি তিন অঙ্কের ইনিংস দরকার কোহলির। দুটি করলে ছাড়িয়ে যাবেন তাকে। সম্প্রতি ব্যাট হাতে যে ফর্মে আছেন কোহলি। হয়তো এই বিশ্বকাপেই ক্রিকেট ঈশ্বর শচীনকে ছাড়িয়ে ওয়ানডে সেঞ্চুরির সিংহাসনে বসবেন তিনি!