News71.com
 Sports
 22 Oct 23, 12:28 PM
 149           
 0
 22 Oct 23, 12:28 PM

চতুর্থ ম্যাচে জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা

চতুর্থ ম্যাচে জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা

 

 

স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারের পর চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। ভারতের লক্ষ্ণৌতে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ২৬৩ রানের টার্গেট দিয়েছিল নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে প্রথমেই দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছিল কুশাল মেন্ডিসের দল।

 

তবে হাল ধরেছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তার অর্ধশতকের পর নিশাঙ্কা ফিরলেও চারে খেলতে নামা সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কার ব্যাটে ঘুরে দাঁড়িয়ে জয়ের দিকে এগিয়ে যায় শ্রীলঙ্কা। আসালাঙ্কা আউট হলে ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে হাল ধরেন বিক্রমা। ডি সিলভা ফিরলেও বিক্রমা জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান করেছে শ্রীলঙ্কা। বিক্রমা অপরাজিত ছিলেন ৯১ রানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন