News71.com
 Sports
 23 Oct 23, 12:23 PM
 116           
 0
 23 Oct 23, 12:23 PM

বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের জয়

বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের জয়

 

 

স্পোর্টস ডেস্কঃ চলমান বিশ্বকাপে আবারও নিজেদের শক্তিমত্তা দেখাল ভারত। ব্যাট হাতে আরেকবার দেশের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন বিরাট কোহলি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে ভারত। এতে চলমান বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে জিতল রোহিত শর্মার দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালের পর বিশ্বকাপে জয় ছিল না ভারতের। এই জয়ে ২০ বছরের সেই খরা কাটাল বিরাট কোহলিরা।

 

কিউইদের ছুড়ে দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাট চালাচ্ছিলেন অধিনায়ক রোহিত ও শুভমান গিল। উদ্বোধনীতে দুজনে মিলে গড়েন ৭১ রানের জুটি। তার বিদায়ের ৫ রান পর ফিরে যান গিলও। তার ব্যাট থেকে আসে ২৬ রান। অল্প রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত। তবে অভিজ্ঞ বিরাট কোহলি-শ্রেয়াস আইয়ার মিলে সেই চাপ সামাল দেন। গড়েন ৫২ রানের জুটি। দলীয় ১২৮ রানে বোল্টের বলে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইয়ার। ২৯ বলে ৩৩ রান আসে ডানহাতি এই ব্যাটারের কাছ থেকে। এরপর রাহুলকে নিয়ে দলকে এগিয়ে নেন কোহলি। এই জুটিতে আসে ৫৪ রান। দলীয় ১৮২ রানে রাহুল ও ১৯১ রানে সূর্যকুমার যাদব ফিরলে ফের চাপে পড়ে ভারত। ৩৫ বলে ২৭ রান আসে রাহুলের ব্যাট থেকে। এর আগে ৬০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬৯তম ফিফটি তুলে নিয়েছেন কোহলি।  

 

এরপর ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন কোহলি। টানা দ্বিতীয় সেঞ্চুরির কাছে গিয়েও ১০৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৫ রানে আউট হন তিনি। ৪৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাদেজা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন