
স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিয়েছেন ইতালির ২৩ বছর বয়সী প্রতিভাবান মিডিফিল্ডার সান্দ্রো টোনালি। তার আগে তিন মৌসুম ইতালির শীর্ষ পর্যায়ের ক্লাব এসি মিলানে খেলেছেন তিনি। ওই সময় তিনি অংশ নিয়েছেন এমন একটি ম্যাচ নিয়ে জুয়া খেলেছেন তিনি।
ইতালির আদালতে দোষ স্বীকার করে বয়ান দিয়েছেন টোনালি। ঘটনা স্বীকার করায় তার সাজা কম হয়েছে। তাকে সব ধরনের ফুটবল থেকে ১০ মাস নিষিদ্ধ করা হয়েছে। তবে টোনালি দোষ স্বীকার না করলে এবং তদন্তে ফিক্সিংয়ের বিষয়টি প্রমাণিত হলে তাকে অন্তত তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতো। এছাড়া ইতালি যদি ২০২৪ আসরের ইউরোর মূল পর্বে জায়গা পায় তবু খেলা হবে না তার।