স্পোর্টস ডেস্কঃ চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ কলকাতায়। তাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের খেলা দেখতে কলকাতায় নেমেছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের ঢল। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ও ৩১ তারিখ পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলবে টাইগারবাহিনী। ভারতের বুক মাই শো তথ্য মতে আসন্ন দুই ম্যাচে বাংলাদেশ দলকে গ্যালারি থেকে চাঙ্গা করতে মাত্র ২দিনের ব্যবধানে কলকাতায় এসেছেন কমপক্ষে ২৫ হাজার বাংলাদেশী সমর্থক। সড়কপথে, বিমানে কিংবা ট্রেনে শুক্রবার রাত পর্যন্ত ভারতগামী সব ধরনের পরিবহনেই ছিল বাংলাদেশী ক্রিকেট সমর্থক ঠাসা।
এমন অবস্থায় অভিযোগ উঠেছে, সুযোগ বুঝে কলকাতার বাংলাদেশ পাড়া হিসেবে খ্যাত নিউমার্কেটে এলাকায় হোটেল রুমের কৃত্রিম সংকট সৃষ্টি করে ভাড়া বাড়িয়েছে হোটেল মালিকরা। শুক্রবার কলকাতার নিউমার্কেট চত্বর ঘুরে হোটেলের রুম না পাওয়া এবং হোটেল রুমের ভাড়া বাড়িয়ে দেওয়া নিয়ে বাংলাদেশি নাগরিকদের মধ্যে পাওয়া গেল একরাশ ক্ষোভ। যদিও কলকাতার হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ সাহা বলছেন, কৃত্রিমভাবে রুমের সংকট সৃষ্টি বা বেশি ভাড়ার এমন অভিযোগ সত্য নয়।