স্পোর্টস ডেস্কঃ দুই যুগ পর আইসিসির কোনো ইভেন্টে পাকিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের দেওয়া ২৭১ রানের লক্ষ্য শেষ পর্যন্ত ১ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। ২৭১ রানের লক্ষ্যে শুরুটা ভালো করলেও দলীয় ৩৪ রানে ডি কককে (২৪) হারায় প্রোটিয়ারা।
২৮ রান করে ফেরেন বাভুমা। এরপর ডুসেনের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন মার্করাম। দলীয় ১২১ রানে ডুসেনের(২১) বিদায়ে ভাঙে এই জুটি। ক্লাসেনও টিকতে পারেননি, ১২ রানেই ফেরেন সাজঘরে। এরপর মিলার-মার্করাম মিলে গড়েন ৭০ রানের জুটি। ২৯ রান করে মিলার আউট হন। এরপর ২৫ রানের ব্যবধানে প্রোটিয়ারা হারায় ৪ উইকেট। জানসেন ২০, কোয়েটজে ১০ ও এনগিডি করেন ৪ রান। দলের সর্বোচ্চ ৯১ রান করেন মার্করাম। মহারাজ ৭ ও শামসি অপরাজিত থাকেন ৪ রানে। সবশেষে শ্বাসরুদ্ধকর ম্যাচে এক উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।