News71.com
 Sports
 29 Oct 23, 12:29 PM
 178           
 0
 29 Oct 23, 12:29 PM

নেদারল্যান্ডসের কাছে সাকিবদের হার

নেদারল্যান্ডসের কাছে সাকিবদের হার

 

 

স্পোর্টস ডেস্কঃ রোগে ভুগছিল বাংলাদেশের ক্রিকেট। বিশ্বকাপে ইংল্যান্ড-ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হয়ে ধুঁকছিল জাতীয় ক্রিকেট দল। গতকালের ম্যাচে ৮৭ রানে নেদারল্যান্ডসের কাছে হেরেছে দলটি। অথচ ইডেন গার্ডেন্স ছিল ঘুরে দাঁড়ানোর সাজানো মঞ্চ। চেন্নাই-পুনে স্টেডিয়ামে সমর্থন জানাতে ভক্তরা সীমান্ত পেরিয়ে যেতে না পারলেও কলকাতায় বিপর্যস্ত দলকে উজ্জীবিত করতে গিয়েছিলেন ভক্তরা। একই ভাষায় কথা বলা কলকাতাও ছিল ‘বাংলার দামালদের’ পক্ষে। তাদের আশায় জল ঢেলে কমলার উচ্ছ্বাস হয়েছে ইডেনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন