স্পোর্টস ডেস্কঃ সরল অঙ্কের জটিল সমীকরণে ঝুলে ছিল ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা। হাতে থাকা সবগুলো ম্যাচ জিততে হবে, নিউজিল্যান্ডের সব ম্যাচ হারতে হবে। এই অঙ্ক মিলবে না; মেনে নিয়েছিল ইংল্যান্ড। ভারতের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধানে হেরে অঙ্ক শেষ হওয়ার আগেই একপ্রকার উত্তর পেল। তিন ম্যাচ হাতে থাকতে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বেজে গেল। টানা ছয় জয়ে সেমিফাইনালের পথে পা বাড়িয়ে দিল ভারত।
লক্ষ্নৌর ভারত রত্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ভারতের বিপক্ষে ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ১০০ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে গেল ব্রিটিশরা। টার্গেট তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে ইংল্যান্ড। এরপর শূন্য রানের ব্যবধানে হারায় দুই উইকেট। ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৯ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় ৪ উইকেট। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ৩৪.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয়েছে।