News71.com
 Sports
 30 Oct 23, 09:40 PM
 120           
 0
 30 Oct 23, 09:40 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের পদত্যাগ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের পদত্যাগ

 

 

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ইনজামাম উল হক পদত্যাগ করেছেন। তিনি খেলোয়াড়দের একটি এজেন্ট কোম্পানির অংশীদার বলে অভিযোগ উঠেছে। স্বার্থ সংঘাতের অভিযোগের প্রেক্ষিতে দায়িত্ব ছেড়েছেন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির প্রধান কার্যালয়ে যান। 

 

সেখানে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের কাছে পদত্যাগপত্র জমা দিতে গেলে তার দেখা পাননি তিনি। পদত্যাগ করার বিষয়ে ইনজামাম জানিয়েছেন, তিনি কোন এজেন্ট কোম্পানির সঙ্গে সম্পৃক্ত নন। স্বার্থ সংঘাতের মতো কোন বিষয়ও নেই। তদন্তের স্বার্থে তিনি বোর্ড থেকে পদত্যাগ করছেন বলেও উল্লেখ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন