স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক কোন শিরোপা না জিতলেও মেসিই সেরা ফুটবলার বলে জানালেন সাবেক বার্সা তারকা রোনালদিনহো। ব্রাজিলের এই সাবেক মিডফিল্ডারের কাছে আর্জেন্টাইন এই মিডফিল্ডারই বিশ্বের সেরা।
আর্জেন্টিনা চিলির কাছে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হেরে যাওয়ার পর ফুটবল বিশ্বকে অবাক করে জাতীয় দল থেকে অবসর নেন ২৯ বছর বয়সী মেসি। আর্জেন্টিনার হয়ে তিনটি কোপা আমেরিকা আর একটি বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপা জিততে ব্যর্থ হন পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মেসি।
অন্যদিকে বর্তমান সময়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসির তুমুল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো কদিন আগেই পর্তুগালের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের উচ্ছ্বাসে ভাসেন। এর পর অনেকেই আবার পুরনো বিতর্কটা সামনে নিয়ে এসেছেন-সময়ের সেরা খেলোয়াড় কে?
মেসির সাবেক বার্সেলোনা-সতীর্থ রোনালদিনহো রবিবার বলেন, 'আমার কাছে, আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির চলে যাওয়ায় কিছুই পরিবর্তন হবে না। এখনও সে বিশ্বের সেরা ফুটবলার। তার প্রতি আমার যে শ্রদ্ধা আছে তা আদৌ পরিবর্তন হবে না। আর সে যদি সত্যিই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে খেলাটা তার অভাব অনুভব করবে এবং ভক্তরাও তার অভাব বোধ করবে।'