স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার অফ স্পিনার মাহিশ থিকসানার বল লং-অনে খেলে সহজেই সিঙ্গেল নিলেন ভিরাট কোহলি। চলতি বছর ওয়ানডেতে হাজার রান পূর্ণ হয়ে গেল ভারতীয় তারকার। একই সঙ্গে তার নাম লেখা হলো আরেকটি রেকর্ডে। এক পঞ্জিকাবর্ষে হাজার রানের মাইলফলক এ নিয়ে ভিন্ন আট বছরে স্পর্শ করলেন কোহলি। ভেঙে দিলেন শচিন টেন্ডুলকারের রেকর্ড। এই কিংবদন্তি হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ভিন্ন সাত বছরে।
টেন্ডুলকার প্রথমবার হাজার রান করেন ১৯৯৪ সালে। সেবার ২৫ ইনিংসে করেন ১ হাজার ৮৯ রান। কোহলির হাজার রানের যাত্রা শুরু হয় ২০১১ সালে। সেবার ৩৪ ইনিংসে তিনি করেন ১ হাজার ৩৮১ রান। এ বছরে হাজার ছুঁতে বৃহস্পতিবার মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির প্রয়োজন ছিল ৩৪ রান। ২০ ইনিংসে মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। ওয়ানডেতে টেন্ডুলকারের সবচেয়ে বেশি ৪৯ শতকের রেকর্ড ছোঁয়ার অপেক্ষাও বাড়ল কোহলির। তার শতক ৪৮টি। যার একটি করেছেন চলতি বিশ্বকাপে।