News71.com
 Sports
 06 Nov 23, 01:37 PM
 99           
 0
 06 Nov 23, 01:37 PM

বিশ্বকাপ ব্যর্থতায় শ্রীলঙ্কান পুরো ক্রিকেট বোর্ড বরখাস্ত

বিশ্বকাপ ব্যর্থতায় শ্রীলঙ্কান পুরো ক্রিকেট বোর্ড বরখাস্ত

স্পোর্টস ডেস্কঃ শিরোপা জেতার স্বপ্ন নিয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে এসেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তবে বাজে পারফরম্যান্সে সেই স্বপ্ন এখন ধূলিস্যাৎ। এতে খেপেছেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রামানসিংহে। পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছেন তিনি।

এক বিবৃতিতে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তর্বর্তী চেয়ারম্যান করার কথাও জানিয়েছেন রামানসিংহে। ভারতের বিপক্ষে ৫৫ রানে গুটিয়ে ৩০২ রানে হারের পর পুরো বোর্ডকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন রোশান। কড়া ভাষায় তিনি বলেছিলেন, 'তাদের স্বেচ্ছায় দায়িত্ব ছাড়া উচিত। ' তবে অপেক্ষা না করে নিজেই উদ্যোগ নিয়ে বোর্ডকে সরিয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপে চরম বাজে খেললেও এখনো গাণিতিক হিসাবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকে আছে শ্রীলঙ্কার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন