স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টানা ৬ হারের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল টাইগাররা। তবে হার-জিত সবকিছু ছাপিয়ে আলোচনা যেন চলছে একটি বিষয়কে ঘিরেই, সেটি হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট হওয়া। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইমড আউট হওয়া ব্যাটার হচ্ছেন ম্যাথিউস।
টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলংকা। ইনিংসের ২৫তম ওভারে ঘটেছে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি। ৪ উইকেট পড়ার পর ক্রিজে আসতে ২ মিনিটের বেশি সময় নিয়ে ফেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ক্রিকেটের নিয়ম অনুযায়ী নতুন ব্যাটার ২ মিনিটের মধ্যে ক্রিজে এসে বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। সেক্ষেত্রে কিছুটা দেরি করে ফেলেন ম্যাথিউস। আর তখন বোলার সাকিব আল হাসান আউটের আবেদন করলে ম্যাথিউসকে টাইমড আউট দিয়ে দেন মাঠে থাকা আম্পায়াররা। ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে প্রচণ্ড ক্ষোভ ঝেড়েছেন ম্যাথিউস। বাংলাদেশ দল এবং সাকিবের কমনসেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়াও জানিয়েছেন তিনি নাকি আউট ছিলেন না। তাদের কাছে ভিডিওসহ প্রমাণ আছে বলেও জানিয়েছেন লংকান অলরাউন্ডার।