News71.com
 Sports
 18 Jul 16, 12:06 PM
 754           
 0
 18 Jul 16, 12:06 PM

শীর্ষে উঠার লড়াইয়ে মাঠে নামবে সাকিব-সাঙ্গার জ্যামাইকা

শীর্ষে উঠার লড়াইয়ে মাঠে নামবে সাকিব-সাঙ্গার জ্যামাইকা

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিবের দল জ্যামাইকা তালাওয়াশ দারুন ফর্মে আছে। ঘরের মাঠ স্যাবাইনা পার্কে পর পর দুই ম্যাচে দাপটের সাথে জয় তুলে নিয়ে ভালো অবস্থানে আছে দলটি। সেই সাথে উঠে এসেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। ছয় ম্যাচ খেলে নয় পয়েন্ট নেয়া জ্যামাইকা ঘরের মাঠে তাদের তৃতীয় ম্যাচে ডোয়াইন ব্রাভোর নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচটি শুরু হবে। ব্রাভো-নারিনদের দল নাইট রাইডার্স এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। এবারের আসরে দ্বিতীয়বারের মত ত্রিনবাগোর মুখোমুখি হচ্ছে সাকিব-গেইলদের জ্যামাইকা। প্রথম দেখায় অধিনায়ক ক্রিস গেইলের ৫৪ বল খেলে ১০৮ রানের ব্যাটিং তাণ্ডবে সাত উইকেটের জয় পায় জ্যামাইকা।

নিজেদের শেষ ম্যাচ দুই দলই দাপটের সাথে জয় পাওয়ায় মঙ্গলবারের ম্যাচে একাদশে অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন