News71.com
 Sports
 13 Nov 23, 11:27 AM
 132           
 0
 13 Nov 23, 11:27 AM

ডি ভিলয়ার্সের রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা

ডি ভিলয়ার্সের রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলয়ার্সের রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। এক পঞ্জিকাবর্ষে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক শর্মা। ২০১৫ সালে ৫৮টি ছক্কা হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার সেই রেকর্ডটা আজ ভেঙে দিলেন রোহিত শর্মা। ভারতীয় ওপেনার গড়লেন এক পঞ্জিকাবর্ষে ৬০ ছক্কার নতুন রেকর্ড। 

বেঙ্গালুরুতে বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে ২টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। তাতে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে নিজেকে নতুন উচ্চতায় তুলেছেন তিনি। এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ৫৬টি ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। ২০১৯ সালে তিনি ৫৬টি ছক্কা হাঁকান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন