News71.com
 Sports
 18 Jul 16, 03:40 PM
 714           
 0
 18 Jul 16, 03:40 PM

সাকিব ভাইয়ের মতো ভালো অলরাউন্ডার হতে চাই।। ক্রিকেটার মেহেদী

সাকিব ভাইয়ের মতো ভালো অলরাউন্ডার হতে চাই।। ক্রিকেটার মেহেদী

স্পোর্টস ডেস্ক : স্বপ্নের রঙের আভাশ যেন হাতছানি দিচ্ছে এই তরুণ ক্রিকেটারের দিকে । বলে যাচ্ছে নতুন কিছু ঘটতে চলেছে তার সাথে । এই স্বপ্ন তাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় । সাকিব যেন গেথে গেছেন তার হৃদয় মণিকোঠায় । দুই বছর আগে অনূর্ধ্ব ১৯ দলের গণ্ডি পার হয়ে এসেছেন মেহেদি হাসান । গত বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ব্যাট হাতে ৮০০ এর বেশি রান করেছিলেন তিনি। দুর্দান্ত এই পারফর্মেন্সের সুবাদে এবারের লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

ডাক পেয়েছিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগেও। প্রিমিয়ার লীগে গাজী গ্রুপ অব ক্রিকেটার্সের হয়ে ব্যাট হাতে খুব একটা ভালো পারফর্মেন্স না করতে পারলেও বল হাতে শিকার করেছেন ১২ টি উইকেট। তরুণ এই ক্রিকেটার এবার ডাক পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে পরিচালিত হাই পারফর্মেন্স ইউনিট (এইচপি) ক্যাম্পে। এইচপি ক্যাম্পে ডাক পাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যেতে চান এই অলরাউন্ডার।

এই প্রসঙ্গে মেহেদি বলেন, প্রথমবারের মতো এই ধরণের প্রোগামে সুযোগ পেলাম। দুই মাসের ট্রেনিং সেশন হবে। চেষ্টা করবো নিজের ফিটনেস বাড়িয়ে নিতে, স্কিলে উন্নতি করতে। যদি ভালো কিছু করতে পারি, ফিটনেসের লেভেলটা বাড়াতে পারি, স্কিলে আরো উন্নতি করতে পারি- তাহলে সামনে বিসিএল, বিপিএল রয়েছে। সুযোগ পেলে এটা আমার কাজে দেবে।’

প্রত্যেক ক্রিকেটারের মূল স্বপ্ন থাকে জাতীয় দলে জায়গা পাওয়ার। মেহেদিও এর ব্যতিক্রম নন। যদিও এখনই সেই স্বপ্নের দিকে চোখ নেই তার। একজন ক্রিকেটার হিসেবে সবারই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। এজন্য অবশ্যই ধাপে-ধাপে এগুতে হবে। তা না হলে, জাতীয় দলে সুযোগ পাওয়া যাবে না। আমিও স্বপ্ন দেখি জাতীয় দলের হয়ে খেলার। তবে আমার চেষ্টা থাকবে এইচপি ক্যাম্পে আগে নিজের যতটা পারা যায় উন্নতি করা, স্কিল বাড়িয়ে নেয়া, তারপর জাতীয় দল।’

ঢাকা প্রিমিয়ার লিগে খেলার আগে জাতীয় লীগে খেলেছেন। সেখানেও নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে মেহেদির ভাষ্য, জাতীয় লিগে আমার দুটি সেঞ্চুরি রয়েছে। এছাড়া গত মৌসুমে গাজী গ্রুপের হয়ে খেলে ফাস্ট ডিভিশন ক্রিকেট লিগে ৮০০’রও বেশি রানও করেছি। তবে গত মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করতে পারেনি।’ পরিশেষে নিজের পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসানের মতো দেশ সেরা অলরাউন্ডার হওয়ার আশাবাদ ব্যক্ত করলেন তরুণ এই ক্রিকেটার।

‘সাকিব ভাইয়ের খেলা আমার খুব ভালো লাগে। তাই সাকিব ভাইয়ের মতো ভালো অলরাউন্ডার হতে চাই। বিশেষ করে ভালো একজন অলরাউন্ডার হিসেবে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সমান পারদর্শী হতে চাই আমি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন