News71.com
 Sports
 21 Nov 23, 11:46 AM
 138           
 0
 21 Nov 23, 11:46 AM

আগামী ২৫ বছরের জন্য দুটি মাঠ পেল বাফুফে

আগামী ২৫ বছরের জন্য দুটি মাঠ পেল বাফুফে

স্পোর্টস ডেস্কঃ আগামী ২৫ বছরের জন্য দুটি মাঠ পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঠ দুটি হলো কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন কৃত্রিম মাঠ। দুটি মাঠেরই সংস্কারের প্রয়োজন। তাই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ২৫ বছরের জন্য লিজ চায় বাফুফে। পর্যালোচনা করে বাফুফের আবেদন মঞ্জুর করেছে ক্রীড়া পরিষদ। 

সোমবার আনুষ্ঠানিক সম্মতিপত্রে বাফুফেকে স্থাপনা দুটি পারও ২৫ বছরের জন্য দিয়েছে ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা। ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সম্মতিপত্রে সই করেন। জাতীয় ক্রীড়া পরিষদ সম্মতিপত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে। বাফুফে ফুটবল উন্নয়ন ও পরিচালনা কর্মকাণ্ড করতে পারলেও বাণিজ্যিক কোনো কাজে মাঠ দুটি ব্যবহার করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন