স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের ফাইনালের পর এক সপ্তাহও পার হয়নি। আবারও ২২ গজের ক্রিকেট লড়াইয়ে মেতে উঠতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এবার ভিন্ন ফরম্যাট। দলও ভিন্ন। বিশ্বকাপে ভারত যে দলটি নিয়ে খেলেছিল, তার অধিকাংশ ক্রিকেটারকেই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। রয়েছেন শুধু দু’জন। সুর্যকুমার যাদব এবং স্রেয়াশ আয়ার।
অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের প্রায় অর্ধেক ক্রিকেটার রয়ে গেছেন টি-টোয়েন্টি খেলার জন্য। তিন পেসার কামিন্স, স্টার্ক এবং হ্যাজলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে। নেই ডেভিড ওয়ার্নারও। তবে গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ কিংবা ট্রাভিস হেডদের অনেকেই রয়েছেন এই সিরিজে। ম্যাথ্যু ওয়েডের নেতৃত্বে ৫ ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
৫ ম্যাচের এই সিরিজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বিশাখাপত্মমে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের আগেই সূচি নির্ধারণ করা ছিল এই সিরিজের। যে কারণে বিশ্বকাপ শেষ হওয়ার চারদিনের মাথায় আবার ২০ ওভারের ক্রিকেট খেলতে নামতে হচ্ছে বিশ্বকাপের দুই ফাইনালিস্টকে। নতুন দায়িত্ব পেলেও এখনও ঘোর কাটছে না ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের। এখনও বিশ্বকাপের ফাইনালে হারের ‘আতঙ্ক’ তাড়া করে বেড়াচ্ছে তাকে।