News71.com
 Sports
 23 Nov 23, 07:11 PM
 129           
 0
 23 Nov 23, 07:11 PM

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেইমারের বার্তা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেইমারের বার্তা

 

 

স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে লাতিন ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথে খেলা হয়নি নেইমারের। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা আবহ সামাজিকমাধ্যমে দেওয়া পোস্ট যেন একটু শান্ত করার চেষ্টা করলেন তিনি। ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আমাদের বাড়িতে হল্লা তৈরি করে। আরে চলো, চলো! আবহটা উঞ্চ করতে কাউকে না কাউকে তো কিছু একটা করতে হবে!’

 

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, সমর্থকদের সঙ্গে পুলিশের মারামারি এসব নিয়ে যেন বাঁকা সুরেই কথা বললেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে ম্যাচের শুরু, শেষটা আর্জেন্টিনার জয় দিয়ে। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের রেশ তাই এখনো কাটেনি। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে পরিস্থিতিটা একটু স্বাভাবিক করার চেষ্টাই যেন করলেন নেইমার। রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জিতে বিশ্বকাপের শিরোপাধারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন